মৌলভীবাজারে বাসের ধাক্কায় মমতা বেগম (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও এক যাত্রী।
আজ রোববার (১২ মে) দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও এলাকার আফরোজ আলীর স্ত্রী।
আহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার বাসিন্দা অটোরিকশাচালক আমিন মিয়া (২৮) ও অটোরিকশার যাত্রী ফয়সল মিয়া (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা হবিগঞ্জ এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস নিতেশ্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আহত হন দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিস সাদেক বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক ও তার সহযোগী (হেলপার)।
জিআরএস/পাবলিক ভয়েস