পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে হামলাকারী তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া হোটেলে থাকা বেশিরভাগ অতিথিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যারা এখনো আটকে রয়েছেন তাদের বাইরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তিন সন্ত্রাসী ছাড়াও একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি হোটেলের নিরাপত্তাকর্মী।
পাঁচ তারকা হোটেলে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পক্ষ থেকে বিবৃতি জারি করে গোয়াদারের হোটেলে হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
সন্ত্রাসীদের হোটেলে ঢুকতে বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডি উইং (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের গোয়াদারের পার্ল কন্টিনেন্টাল হোটেলটি আরব সাগরের তীরে বন্দর শহরে অবস্থিত। বহু পর্যটক প্রতিদিন ওই হোটেলে আসেন। এদিন আচমকাই হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা৷
গুলির শব্দে পর্যটকরা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন৷ এসময় বেশ কয়েকজন ব্যক্তিকে হামলাকারীরা বন্দি করে। পরে পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্স হোটেলে অভিযান পরিচালনা করে।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হোটেলে ঢুকেই নিরাপত্তা কর্মীরা গুলি ছুঁড়তে শুরু করে৷ সন্ত্রাসীরাও পাল্টা আক্রমণ করে৷
অবশেষে কয়েকঘণ্টার অপারেশন শেষে তিন সন্ত্রাসীকে ঘায়েল করে পাক সেনা৷ এখনও হোটেলে প্রচুর পরিমাণ নিরাপত্তা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে৷
আইএ/পাবলিক ভয়েস