মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী চীনকে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য এক মাসের সময়সীমা বেধে দিয়েছে। এর মধ্যে বেইজিং চুক্তি না করলে আমেরিকায় রপ্তানি করা সব ধরনের পণ্যের ওপর শাস্তিমূলক শূল্ক বসানো হবে।
গতকাল শুক্রবার আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ নিয়ে সংলাপ হয়েছে। ওই আলোচনার সঙ্গে জড়িত কয়েকটি সূত্র ট্রাম্পের এ সিদ্ধান্তর কথা জানিয়েছেন।
এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে দুই হাজার কোটি ডলারের বাড়তি শূল্কারোপ করে। এসব পণ্যের ওপর শতকরা ১০ ভাগের জায়গায় ২৫ ভাগ শুল্ক বসানো হয়।
অবশ্য, প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় চীনা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকে খোলামেলা ও গঠনমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস