ইয়েমেনের গুরুত্বপূর্ণ তিনটি বন্দর থেকে নিজ যোদ্ধাদের সরিয়ে নেয়ার কথা নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় বিপ্লবী সংগঠন হুথি আনসারুল্লাহ আন্দোলন। একইসঙ্গে জাতিসংঘের মধ্যস্তায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সৌদি আরব অস্বীকৃতি জানাচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
ইয়েমেনের সুপ্রিম রেভ্যুলুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি আজ (শনিবার) এক টুইটার বার্তায় জানান যে হুথি যোদ্ধাদের অপসারণের কাজ স্থানীয় সময় সকাল দশটায় শুরু করা হবে।
তিনি বলেন, গত ডিসেম্বরে সুইডেনের রাজধানী স্টোকহোমে ইয়েমেন যুদ্ধে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করার ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোট অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে তার সংগঠন একতরফাভাবে হুদায়দা, সালিফ এবং রাস ইসা বন্দর থেকে নিজ যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে হুথি আন্দোলন এবং সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতিনিধিরা হুদায়দা শহরের প্রধান বন্দর এবং এর কাছেই অবস্থিত দু'টি বন্দর থেকে নিজ নিজ সৈন্যদের সরিয়ে নিয়ে সেখানে জাতিসংঘের পর্যবেক্ষণকারী মিশন মোতায়েন করার বিষয়ে একমত পোষণ করেছিল।
ইয়েমেনে অবরোধ আরোপ, সানার বিমান বন্দর বন্ধ এবং জনগণের বেতন সরবরাহে বাধা সৃষ্টির ফলে দেশটিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে তার জন্য জাতিসংঘ দায়ী বলে অভিযোগ করেন মোহাম্মদ আলী আল হুথি। সূত্র: পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস