ভোলায় মূর্তি অপসারণে ৭২ ঘন্টার আল্টিমেটাম, আসতে পারে আরও কঠিন কর্মসূচি
ভোলা প্রতিনিধি: ভোলার বাপ্তা বাসষ্টান্ড মোড় ও কালীবাড়ী মোড়ে স্থাপিত মূর্তি ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম দিয়েছে ভোলা জেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মূর্তি সরিয়ে সেখানে যেকোনো জাতীয় ফল-ফুল বা ইসলামী ভাষ্কর্য নির্মাণ করার দাবি জানান তারা।
আজ ১১ মে শনিবার দুপুর ১২ টায় ভোলা খলিফাপট্টি জামে মাসজিদের ২য় তলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে ওলামায়ে কেরাম ও মাসাজিদের ইমামদের নিয়ে এক জরুরী পরামর্শ সভায় এ আল্টিমেটাম দেন তারা।
পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তারা বলেন, প্রয়োজনে মূর্তি উৎখাতে ভোলার ঈমানদার জনগনকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় নেমে আসব, তবুও আলেমদের শহর ভোলায় মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। তারা বলেন, প্রয়োজনে ঐসব জায়গায় বাংলাদেশের জাতীয় ফল, ফুল কিংবা ইসলামিক ভাষ্কর্য হতে পারে, কিন্তু কোনো প্রাণীর ভাষ্কর্য থাকতে পারবে না।
উক্ত পরামর্শ সভা থেকে ৭২ ঘন্টার আল্টিমেটামসহ আরও কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়-
১। বাপ্তা বাসষ্টান্ড মোড় ও কালীবাড়ী মোড়ে স্থাপিত মূর্তি ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।
২। ভোলার আর কোথাও নতুন করে (ভাষ্কর্য বা প্রতিকৃতির নামে) কোনো প্রাণী, জীব-জন্তু বা মানুষের মূর্তি স্থাপন করা যাবে না।
কর্মসূচী
১। ১২ মে রবিবার বিভিন্ন পয়েন্টে মূর্তির ভয়াবহতা, আমাদের করনীয় ও জনসচেতনতায় লিফলেট বিতরণ।
২। ১৩ মে সোমবার দুপুর ১১ টায় মাননীয় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ।
জমায়েত : সকাল ১০.৩০ মিঃ, স্থান : ভোলা কালীনাথ বাজার হাটখোলা মাসজিদ চত্বর।
৩। মূর্তি অপসারণ না হলে পরবর্তিতে বিক্ষোভ, অবস্থানধর্মঘট ও ঘেরাওসহ আরও কঠিন কর্মসূচী দেওয়া হবে।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বকুলতলা মাসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা বেলায়েত হোসাইন, আলহাজ্ব মাওলানা আমীর হোসেন, মাওলানা মহিউদ্দীন, মাওলানা নূরে আলম, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা নুরুল্লাহ তাহেরী, মাওলানা নুরে আলম ফয়েজী, মাওলানা মুফতী আব্দুল মান্নান, মাওলানা ইসরাফিল, মাওলানা তরিক, মুফতী আব্দুল মমিন ও হাফেজ মাওলানা সাইফুল্লাহ প্রমূখ।