দিনাজপুরের কাহারোলে ওষুধ কোম্পানির একটি পিকআপভ্যানের ধাক্কায় সাকিব হোসেন (২০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ধিপিকুড়া গ্রামের আসাদুল হোসেনের ছেলে।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন জানান, সকালে বাইসাইকেলে করে রামপুরা বাজারে যাচ্ছিলেন সাকিব। পথে রামপুরা বাজারে স্পিড ব্রেকারের কাছে পেছন দিক থেকে একটি পিকআপভ্যান বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সাকিব রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘাতক পিকআপভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস