যশোর ও বেনাপোলে ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় পণ্যবাহী দু’টি ট্রাকও আটক করা হয়।
আজ শুক্রবার (১০ মে) দুপুর ২টায় যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা বেনাপোল সীমান্ত ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাটে তল্লাশি চালায়। এ সময় ভারত থেকে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরি ও ৪ হাজার ৫৩০ কেজি বিট লবণসহ দু’টি ট্রাক আটক করে।
এছাড়া অপর একটি অভিযানে শাড়ি, জুতা, শিশুদের খেলনা, থ্রি-পস, ওষুধ, হরলিক্স, চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস