
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডার প্রগতি সরণিতে সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শুক্রবার (১০ মে) বিকেল ৪টা থেকে তারা প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
রাজধানীর ব্যস্ততম সড়ক প্রগতি সরণিতে স্টার পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এই সড়ক অবরোধ করেন।
এদিকে অবরোধ করার কারণে সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। অনেক যাত্রীকেই বাস-রিকশা ও মোটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে চলতে দেখা গেছে।
শ্রমিকরা জানান, মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধ করেননি। তাই রোজার শুরুতে বকেয়া বেতন না পেয়ে সড়ক অবরোধ করেছেন। এই প্রতিবেদন লেখার সময়ও শ্রমিকদের সড়ক অবরোধ চলছিল।
জিআরএস/পাবলিক ভয়েস