ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় জুনায়েদ মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জুনায়েদ মিয়া রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস