
সাফায়িত সিফাত, কুবি: সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের (এসইউজেএফ) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
আজ শুক্রবার (১০ মে) কুবি প্রেস ক্লাবের সভাপতি শতাব্দী জুবায়ের ও সাধারণ সম্পাদক মাহফুজ কিশোর এক যৌথ বিবৃতিতে নবগঠিত সাংবাদিক সংগঠন ও সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত ৭ মে ছাইফুল ইসলাম মাছুমকে সভাপতি ও সানমুন আহমেদকে সাধারণ হিসেবে নির্বাচিত করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিবৃতিতে কুবি প্রেস ক্লাব নেতৃবৃন্দ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনাপূর্বক সংগঠনটির সদস্যদের কাছে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খাদিজা আক্তার মুন্নী, যুগ্ন সাধারণ সম্পাদক নুহাশ আলমগীর, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ হাসান ওয়ালী, দপ্তর সম্পাদক রায়হান শোভন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাজহারুল ইসলাম তামিম, সাংস্কৃতিক সম্পাদক মেসবাহ হাসান, সদস্য নাসির আহমেদ পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য হৃদয় সম্রাট, কার্যনির্বাহী সদস্য মোহাইমেনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেইন ও কার্যনির্বাহী সদস্য হাসিব জুনায়েদ সিয়াম।