
বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে লাকি বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। আজ বৃহস্পতিবার ভোর রাতে ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাকি আমড়াগাছিয়া গ্রামের কাজীবাড়ির খলিলুর রহমানের মেয়ে। অভিযুক্ত নুরুল আমিন আব্দুল হক চৌকিদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১০টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় নুরুল তার স্ত্রীকে মারপিট করে হত্যা করে। পরে স্ত্রীর ভাইকে ফোন করে বলেন ‘তোমার বোনকে মারপিট করা হয়েছে। সে খুব অসুস্থ বেঁচে থাকলে হাসপাতালে নেয়ে যাও’।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিজুর রহমান শেখ বলেন, নিহতের ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস