
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী মারুফ নেভী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৮ মে) বিকেলে শহরের উপজেলা পরিষদ চত্বরের সামনে সিদ্ধির মোড়ে একটি মুরগির হ্যাচারিতে এ দুর্ঘটনা ঘটে।
মারুফ আক্কেলপুর পৌর এলাকার গুরকী মহল্লার আলতাব উদ্দীনের ছেলে। তিনি ঢাকা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল মঙ্গলবার (৭ মে) একদিনের জন্য বাড়িতে বেড়াতে আসেন মারুফ। আজ বুধবার বিকেলে তিনি তার বড় ভাই নিলাবের মুরগির হ্যাচারি দেখতে সিদ্ধির মোড়ে যান। হ্যাচারি ঘুরে দেখার সময় সেখানে বৈদ্যুতিক তারে সমস্যা দেখা দেয়। এসময় মারুফ নিজেই তা সমাধানের চেষ্টা করার সময় অসাবধনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস