
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ব্রমতর সোনাপুকুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ব্রমতর সোনাপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাব্বির (৫) ও মোকসেদুল ইসলামের ছেলে হানিফুল্লাহ (৫)। তারা সম্পর্কে চাচাত ভাই।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সাব্বির ও হানিফুল্লাহ। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ওই পুকুর থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
জিআরএস/পাবলিক ভয়েস