
কাওছার আহমেদ, পটুয়াখালী: প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ দূর্বল আঘাতে পটুয়াখালীতে জেলা প্রশাসনের হিসাব মতে ১জনের প্রাণহানিসহ ১১জন আহত, ৬০১৮ একর জমির ফসল, ২০৯২টি কাচা ও টিনের ঘরবাড়ি বিধস্ত, ১৭৫টি গবাদিপশু, ১০ কিলোমিটার বেরিবাধ, ৩১২৫টি গাছ ও ৫০টি মাছের ঘের ক্ষতি গ্রস্থ হয়েছে।
আজ শনিবার (৪ মে) দুপুর দেড়টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুনুর রশিদ, (সার্বিক) হেমায়ত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মদ প্রমুখ।
জিআরএস/পাবলিক ভয়েস