দশ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা দিয়েছেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর।
ব্যক্তিগত এই সফরে এক সপ্তাহেরও বেশি সময় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এজন্য মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রীসহ ছেলে-মেয়েরা লন্ডনে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও পারিবারিক সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন শেখ হাসিনা।
সফরে ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান সিদ্দিকী মুজিব ববি ও ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকও প্রধানমন্ত্রীর এই সফরে একান্তভাবে সময় দেবেন বলে জানা গেছে।
আগামী ১০ মে দেশে ফেরার করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জিআরএস/পাবলিক ভয়েস