
ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ম অনুযায়ী না করায় স্থানীয়রা বাধা প্রদান করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শহরের সদর রোডের মহাজনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের বাধার মুখে প্রায় এক ঘন্টা কাজ বন্ধ থাকে। পরে সড়ক ও জনপথের কর্মকর্তা আসার পরে পুনরায় কাজ শুরু করেন ঠিকাদার।
জানাযায়, গত দুই মাস আগে ভোলা জেলার সদর উপজেলায় ৫ কিলোমিটার ও বোরহানউদ্দিন উপজেলায় ৯ কিলোমিটার রাস্তার রিপিয়ারিং এবং কার্পেটিং এর জন্য ৯ কোটি টাকার কাজের টেন্ডার হয়। টেন্ডারে এমএ ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তারা গত কয়েকদিন ধরে ভোলা সদরে কাজ শুরু করেন।
গত বৃহস্পতিবার রাতে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকা থেকে রাস্তার এক পাশে দিয়ে কার্পেটিং কাজ আরম্ভ করে। গতকাল শুক্রবার রাতে বকি অংশ কার্পেটিং করার সময় ৫০ মিলি মিটারের স্থলে ২০ থেকে ৩০ মিলি মিটার থিকনেস সিলকোট দিয়ে কার্পেটিং শুরু করলে নিয়ম অনুযায়ী না হওয়ায় স্থানীয়রা তাদের কাজে বাধা প্রদান করেন। পরে সড়ক ও জনপথের কর্মকর্তারা আসার পর তারা আবার কাজ শুরু করেন।
আরও জানাযায়, ১৪ কিলোমিটার রাস্তার রিপারিং ও কার্পেটিং কাজের জন্য ৯ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। কিন্তু তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন। কাজের সময় সড়ক ও জনপথের কর্মকর্তারা থাকার কথা থাকলেও গতকাল শুক্রবার রাতে কাজের সময় তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নির্বাহী প্রকৌশলীকে ফোন করার পর সওজের কর্মকর্তা সেখানে আসেন।

স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথের কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদাররা রাস্তার কাজে অনিয়ম করে যাচ্ছে। তা না হলে কেনো কাজ করার সময় কর্মকর্তারা থাকবে না।
এব্যাপারে ভোলা সড়ক ও জনপথের প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ঠিকাদার যেভাবেই কাজ করুক কাজ বুঝ দেয়ার সময় আমরা তাদের কাছ থেকে ৫০ মিলি মিটার থিকনেস কার্পেটিং বুঝে নিবো। যদি দিতে না পারে তাহলে পুনরায় ৫০ মিলি মিটার (২ ইঞ্চি) করে দিতে হবে।