মালয়েশিয়া প্রতিনিধি: একসপ্তাহ'র সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশের প্রখ্যাত দুই ওয়ায়েজ ও আলেম ড. আফম খালিদ হোসাইন ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা।
স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও ওলামায়ে কেরামের আহ্বানে উক্ত সফর করেন দার্শনিক আলেম ড. আফম খালিদ হোসাইন । সফরকালীন সময়ে বিভিন্ন সেমিনারে আলোচনা করবেন এই নন্দিত আলেম।
তা ছাড়াও বিশ্ববরেণ্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও বর্ষিয়ান আলেম আল্লামা জুলফিকার নকশবন্দীর আহ্বানে ২৭, ২৮, ২৯ এপ্রিল বার্ষিক ইজতেমায় যোগদান করবেন। এদিকে প্রায় একই সময় মালয়েশিয়া সফরে গেছেন নন্দিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা।
সফররত সময় স্থানীয় বাংলাদেশী প্রবাসীদের উদ্যোগে ও ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার ব্যবস্থাপনায় বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি। একটি সূত্রমতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক ২৬ এপ্রিল স্থানীয় সময় রাত ১টায় মালয়েশিয়া বিমানবন্দরে অবতরণ এবং ২রা মে মালয়েশিয়া থেকে স্বদেশ গমন করার কথা রয়েছে।