ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে। ক্রিকেটের এই বিশ্ব আসরের অংশ হতে যাচ্ছেন সংসদ সদস্যরাও (এমপি)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময়ে সংসদ সদস্যদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হবে।
বিশ্বকাপকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে অংশ নেবেন বিশ্বকাপ খেলতে যাওয়া ১০টি দেশের সংসদ সদস্যরা। অথাৎ বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দল যথাক্রমে স্বাগতিক ইংল্যান্ডসহ ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান বাংলাদেশ, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। এই ১০টি দেশের সংসদ সদস্যদের নিয়ে ৯-১৩ জুলাই চার দিনব্যাপী আয়োজিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিরপুরে সংবাদ মাধ্যমকে সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘২০১৯ আইসিসি বিশ্বকাপে যে দেশগুলো খেলছে তাদেরই একটা করে দল এই টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়াও কিছু বিশেষ অনুষ্ঠান আছে, যেগুলো এই দেশগুলোর মধ্য সম্পর্ক উন্নয়নের জন্য করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও কিছু অনুষ্ঠান হবে।’
তিনি আরো বলেন,‘এই টুর্নামেন্ট সম্ভবত ১৫ ওভারের হবে। প্রতিটি দলে সদস্য সংখ্যাও ১৫জন হবে। এখানে সকল সংসদ সদস্যদের জন্যই উন্মুক্ত। তবে দল চূড়ান্ত করার আগে ফিটনেস টেস্ট হবে।
সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়সহ বেশ কয়েকজন এমপিরা গতকাল বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রথম দিনের অনুশীলনে ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য নিক্সন চৌধুরি ও মোহাম্মদ ছানোয়ার হোসেন। তবে এমপি মাশরাফি মূল আসরে খেলবে বলে, থাকতে পারছেন না এমপিদের একাদশে।
সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে যারা অংশ নেবেন তারা ১৪ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সুযোগও পাবেন।
জিআরএস/পাবলিক ভয়েস