কওমি মাদরসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটির এ সিদ্ধান্ত মেনেই পরীক্ষা দেবে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া।
যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আজ হাইয়াতুল উলইয়ার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমাদের ছাত্ররা পরীক্ষা দেবে। ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর সিদ্ধান্ত আসা পর্যন্ত ছাত্রদের ধৈর্য ধারণ করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান আল্লামা মাহমুদুল হাসান।
প্রসঙ্গত, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় দাওরায়ে হাদীসের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।
এদিকে আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আজ একটি জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র নেতৃবন্দ উপস্থিত থাকবেন। এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
প্রসঙ্গতঃ এর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অভিযোগে হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রত্যাখ্যান করে নতুন করে নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যাত্রাবাড়ি মাদসারা কর্তৃপক্ষ। পরবর্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে হাইয়াতুল উলয়ার তত্বাবধানে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।