‘স্ত্রীর মর্যাদা না দিলে আর বাবার বাড়িতে ফিরে যাব না। এজন্যই হাতে বিষের বোতল নিয়ে এসেছি। যদি ফিরতেই হয়, তাহলে লাশ হয়ে ফিরবো।’ প্রেমিক পুলিশ সদস্যের প্রতারণার শিকার হয়ে বুধবার বিকেলে এসব কথা বলেন খাজিদা আক্তার আঁখি (২১)। বিয়ের দাবিতে মঙ্গলবার বিকেলে প্রেমিক পুলিশ সদস্যের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায়। অভিযুক্ত প্রেমিক পুলিশ সদস্যের নাম জাহাঙ্গীর আলম।
জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে ওই তরুণী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের পানাটি গ্রামের শামছুল হকের ছেলে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে অবশন করছেন। প্রেমিকা খাদিজা আক্তার আঁখি একই উপজেলার রামগোলপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। অভিযুক্ত প্রেমিক ও পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (পুলিশ নং-৫৪৩৯) বর্তমানে রাজধানীর উত্তরা থানায় কর্মরত আছেন।