সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় আব্দুর রহিম মন্ডল (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মন্ডল উপজেলার আলোকদিয়ার গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রহিম।
এ সময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটিকে আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস