ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন কমিটি ঘোষণা ; সভাপতি : মুফতি মানসুর আহমাদ সাকী, সহ-সভাপতি : জানে আলম সোহেল, সাধারণ সম্পাদক : মুহাম্মাদ শফিকুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদীস মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, দেশে গত সাড়ে তিনমাসে ধর্ষণের নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে। এটা দেশ, জাতি ও সার্বভৌমত্বের জন্য লজ্জার। ফেনীর মেধাবি মাদরাসা ছাত্রী নুসরাতকে যৌন লালসার শিকার হয়ে নির্মম মৃত্যু বরণ করতে হয়েছে। এছাড়াও দেশের সর্বত্র এখন যৌন হয়রানি, যৌন নিপীড়ন মহামারির আকার ধারণ করেছে। কোনো রাষ্ট্র এবং সভ্য জাতি এভাবে বেঁচে থাকতে পারে না।
আজ ২২ এপ্রিল সোমবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
[caption id="attachment_27020" align="aligncenter" width="300"]
সম্মেলনে উপস্থিত জনতার একাংশ[/caption]
তিনি যৌন নিপীড়নের চলমান এই পরিস্থিতিকে “যৌনসন্ত্রাস” আখ্যা দিয়ে বলেন, জাতীয় চরিত্রের এই ধ্বস প্রতিরোধে প্রশাসন ও আদালতের ভূমিকা সন্তোষজনক নয়। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের যুব সমাজের চরিত্র সংশোধন হলে খুন, গুম, যৌন হয়রানির মাত্রা লক্ষনীয়ভাবে হ্রাস পাবে। এজন্য ইসলামী যুব আন্দোলনকে চরিত্রবান আদর্শ যুবক তৈরির দায়িত্ব নিতে হবে। আমাদের মা-বোনদের ইজ্জত আব্রুর প্রহরী হয়ে সমাজকে সবরকমের নোংরামি মুক্ত করতে হবে।
নগর সভাপতি মুফতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
[caption id="attachment_27021" align="aligncenter" width="300"]
প্রধান অতিথির হাতে স্মারক তুলে দিচ্ছেন নগর সভাপতি মনসুর আহমেদ সাকী[/caption]
তিনি বলেন, দেশে বিচার ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। ধর্ষণ, খুন ও মাদক রোধে সরকারকে আরও বেশি ভূমিকা রাখতে হবে না হয় এ সমাজ ধ্বংসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে তিনি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য অবিলম্বে মধ্যবর্তি নির্বাবচনের দাবী জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
[caption id="attachment_27022" align="aligncenter" width="300"]
প্রেসক্লাব সম্মেলন কক্ষের মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা[/caption]
প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দীন। তিনি বলেন, যুব সমাজই সমাজের মূল চালিকা শক্তি সুতরাং যুবকরা যত নির্মোহ, আদর্শিক ও সচেতন হবে, সমাজ ততো সুন্দর হবে। তাই যুব আন্দোলনকে বেশি বেশি দাওয়াতের কাজ করতে হবে।
সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মুফতি মানসুর আহমাদ সাকী সহ-সভাপতি হিসেবে জানে আলম সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ শফিকুল ইসলামের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মুফতী ফয়জুল করীম।
সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি জানে আলম সোহেল, মাওলানা মুক্তাদির হোসাইন মারুফ, মাওলানা রাশেদ বিন ম্ঈুন, কে এম শামীম আহমেদ, ওয়ালি উল্লাহ তালুকদার, জুবায়ের ইসলাম, জহিরুল ইসলাম, মাও. আল আমিন এহসান, মুফতী আবু বকর সিদ্দীক, মাওলানা আব্দুল মমিন সিরাজী, মাও. তানভীর হুসাইন মাহমুদী, মুহাম্মদ গোলামুর রহমান আজম, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আল আমিন, আলহাজ্ব মজিবুর রহমান প্রমুখ।