
নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক পাহারাদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড়মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের হাফিজুর রহমান নামে এক ব্যক্তির পুকুরে মোফাজ্জল হোসেন দীর্ঘদিন থেকে পাহারাদারের কাজ করতেন। গতকাল রোববার রাতের খাবার খেয়ে পুকুরের পাহারার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এটি হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিব ভয়েস