 
    
শবে বরাতে বাজি ফোটানোর বিরুদ্ধে পদযাত্রা করেছে শিশুরা। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মাটিয়ায় এ কর্মসূচি পালিত হয়।
অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত পরিচালিত কচুয়া কেরালা মডেল ইসলামি স্কুলের উদ্যোগে এই অভিনব পদযাত্রা বের করা হয়।
পদযাত্রা থেকে আগামী শবে বরাতের রাতে কুসংস্কারমূলক কাজ যাতে না হয় তার বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায় ছোট ছোট খুদে পড়ুয়াদের।
বাজি নয়; তসবি ধরুন, মোমবাতি নয়; কোরআন পড়ুন, এমনই শ্লোগানে উত্তাল হয়ে উঠেছিল কচুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তা থেকে অলিতে গলি। পদযাত্রায় পুরোভাগে নেতৃত্ব দেন কেরালা মডেল ইসলামিক স্কুলের কমিটির সদস্যরা।
আইএ/পাবলিক ভয়েস