
মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আমেনা খাতুন বেবির বাসা থেকে রুশি আক্তার (২৫) নামে তার গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের ২নং শকুনি এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুশি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার শাহজাহান মোল্যার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে আমেনা খাতুন বেবির বাসায় কাজ করছিলেন।
পুলিশ জানায়, দুপুরের খাবার খেয়ে বাসার ভেতরের একটি কক্ষের দরজা বন্ধ করে রাখেন রুশি। বিকেলে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন ডাকাডাকি করলেও তার কোনো সাড়া-শব্দ মিলছিল না। পরে দরজা ভেঙে রুশিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহমত আলী জানান, রুশির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।
জিআরএস/পাবলিক ভয়েস