ইসমাঈল আযহার
সম্প্রতি মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছে সেদেশের বিনহা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের শিক্ষার্থী “জয়নাব মাহমুদ শামসুদ্দীন”। মিশরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতায় মেডিকেল ছাত্রীর সাফল্যবার্তা।
বিনহা ইউনিভার্সিটির আওতাধীন মেডিকেল কলেজের প্রধান মুস্তাফা আল-ক্বাজির নেতৃত্বে এবং কলেজের উপপরিচালক, ছাত্র বিষয়ক উপাচার্য ও ম্যাডাম ইমান আল বাইতারের সহযোগিতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেডিকেল বিভাগের শিক্ষার্থী “জয়নাব মাহমুদ শামসুদ্দীন”কে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
বিনহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ জয়নাব মাহমুদের সাফল্যের জন্য অনেক আনন্দিত হয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর যদি সাংস্কৃতিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক কার্যক্রমের প্রতি আগ্রহ থাকে তাহলে তারা পূর্ণরূপে তাকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।
মিসরের এই শিক্ষার্থী কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন ছাড়াও সম্প্রতি সাউদার্ন আল-ওয়াডি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুরআন ও সুন্নাহের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনাবলীর আলোকে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। জয়নাব মাহমুদ শামসুদ্দীন মেডিকেল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
আইএ/পাবলিক ভয়েস