মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা উন্মোচন করার আগেই তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আগামী রমজান মাসের শেষে ট্রাম্পের শান্তি পরিকল্পনা উন্মোচনের কথা রয়েছে।
ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাই জারেড কুশনার গতকাল (বুধবার) জানান, “জুন মাসে এ পরিকল্পনা উন্মোচন করা হবে এবং আমাদেরকে একটা যুক্তিসম্মত আপোশের জন্য কাজ করতে হবে যা শান্তিকে অর্জনযোগ্য করে তুলবে।”
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ সাইয়্যাহ এ পরিকল্পনা নাকচ করে বলেছেন, ট্রাম্পের উদ্যোগ আঁতুড় ঘরেই মারা গেছে।
ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি ইসরাইল ও ফিলিস্তিনিদের দ্বন্দ্ব মীমাংসার জন্য কথিত শতাব্দির সেরা চুক্তির কথা বলছেন।
ফিলিস্তিনের কোনো গ্রুপই একে গ্রহণ করতে রাজি নয়। ফিলিস্তিনিরা বায়তুল মুকাদ্দাস শহরকে ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকেন।
সাইয়্যাহ বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এ ধরনের শান্তি প্রতিষ্ঠার কথা বলা অর্থহীন।
তিনি বলেছেন, কথিত এ চুক্তির সব বিষয়ই প্রায় প্রকাশ করা হয়েছে; আর যদি কিছু বাকি থাকে তাহলে আমরা ধারণা করছি সেগুলো আরো খারাপ। তিনি বলেন, “বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের না দিয়ে ইসরাইলকে দেয়া হয়েছে। এরপর আমরা আর কিছু শুনতে চাই না। পার্সটুডে।