শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়সহ শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শেরপুর-জামালপুরের পরিবহন শ্রমিকরা।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ব্রহ্মপুত্র সেতুতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এই সময় প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটির ইজারাদার মীর ট্রেডার্স ইজারা শর্ত ভঙ্গ করে অন্যায়ভাবে প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এর প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের নির্যাতন করা হয়।
মানবন্ধনে শেরপুর-জামালপুরের পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা অংশ নেন।
আইএ/পাবলিক ভয়েস