বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন লিভার, ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছেন। তার শারিরীক এসব অবস্থা নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেছেন। নিজের এসব সমস্যা বলতে গিয়ে আরও বলেছেন, কিডনি নিয়েও টেনশানে মরে যাই মরে যাই অবস্থা।
গতরাতে দেয়া তার সে ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো,
“অদ্ভুত আমি। কোনও কিছু নিয়ে পাগল হই, দুদিন পর ভুলে যাই। ফুসফুসে কীসব ধরা পড়ছে, দৌড়োদৌড়ি ডাক্তারের কাছে, একজন নয়, দু' তিনজন স্পেশালিস্টের সংগে মিটিং করা হয়ে গেল। এরপর কী জানি কী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ফুসফুস নিয়ে যে কিছু একটা করতে হবে ভুলেই গেলাম। লিভার কিডনি নিয়েও একই ঘটনা। লিভারে ফ্যাট জমতে জমতে সর্বনাশ হচ্ছে। এ দেশি স্পেশালিস্ট, ও দেশি স্পেশালিস্ট করছি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। ডাক্তার উপদেশ দিচ্ছেন। খুব মন দিয়ে শুনছি। তারপর মনে নেই ঘুরতে চলে গেলাম, নাকি কিছু লিখতে বা পড়তে শুরু করলাম। লিভার মাথা থেকে চলে গেল। দু তিন বছর আর লিভারের কথা মনেও পড়লো না। সেদিন কিডনি নিয়েও টেনশানে মরে যাই মরে যাই অবস্থা। সাতদিনে সাতটা ডাক্তার দেখিয়ে ফেললাম। ডাক্তাররা প্রচুর টেস্ট দিয়েছেন করতে। আজ করবো কাল করবো করতে করতে একসময় ভুলেই গেলাম। এত বছর পার হবে মনে হচ্ছে। দুম করে কবে যে একদিন মরে যাবো। দুদিনের জীবন, রোগ শোকের কথা ভুলে থাকাই হয়তো ভালো। উপসর্গ না থাকলে এই সুবিধে। দিব্যি বছরের পর বছর অসুখ বিসুখের কথা না ভেবেই কাটিয়ে দেওয়া যায়”।
প্রসঙ্গত তসলিমা নাসরিন বাংলাদেশে এতজন বিতর্কিত ও দেশের সংস্কৃতিবিরোধী একজন লেখিকা। মুসলমানদের প্রতি তাঁর চরম বিদ্ধেষ রয়েছে। তিনি মুসলমানদের বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে বিষদগার করেন কয়েকদিন আগে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মূর্খ বলে গালী দিয়েছেন।
এইচআরআর/পাবলিক ভয়েস