
পাকিস্তান উলেমা কাউন্সিলের পক্ষ থেকে ইসলামাবাদে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করার লক্ষ্যে ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন "ইসলামী বার্তা" গতকাল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনের অংশগ্রহণ করার জন্য মিশর ও সৌদি আরব সহ বিভিন্ন ইসলামী দেশের প্রতিনিধিবর্গ পাকিস্তানের এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
পাকিস্তানের সেনেটর সিনিয়র স্পিকার সাদেক সিঞ্জারানী, সেদেশর ধর্মীয় ফেডারেল মন্ত্রী, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ধর্মের আলেমগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
পাকিস্তানের উলেমা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মুহাম্মাদ তাহের মাহমুদ আশরাফী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "ইসলামী বার্তা" শিরোনামে ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনটি ইসলামের মোডেমিজমের বার্তা প্রচারের জন্য অনুষ্ঠিত হচ্ছে।।
আইএ/পাবলিক ভয়েস