
ফিনল্যান্ডের সাধারণ নির্বাচনে দেশটির বামপন্থী রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) জয়লাভ করেছে।
বামপন্থী রাজনৈতিক দল এসডিপি রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭.৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনস পার্টি পেয়েছে ১৭.৫ শতাংশ।
এছাড়া দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলা-র ডানপন্থী সেন্টার পার্টি ভোট পেয়েছে ১৩.৮ শতাংশ। গত ২০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনও বাম নেতাকে রাষ্ট্রনায়ক হিসেবে পেতে যাচ্ছে ফিনল্যান্ড।
এসডিপি দলের নেতা এন্টি রিনে বলেন, ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো আমরা ফিনল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল।
ফিনল্যান্ডের ২০০ আসনের পার্লামেন্টে এসডিপি পেয়েছে ৪০টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনস পার্টি পেয়েছে ৩৯টি আসন। দলটি ২০১৫ সালের নির্বাচনে ৩৮টি আসন পেয়েছিল।
ফিনস দলের নেতা জুসি হাল্লা-আহো রবিবার সন্ধ্যায় বলেন, ভোটে এমন ফলাফল আমরা প্রত্যাশা করিনি, এমনকি কেউ করেনি।বিবিসি, আল-জাজিরা।
আইএ/পাবলিক ভয়েস