
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সত্যরঞ্জন মন্ডল নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর আড়াই ২টার দিকে আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সত্যরঞ্জন মন্ডল (৪৫) কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্বকাদাকাটি গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ বলেন, বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সত্যরঞ্জন; এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরএস/পাবলিক ভয়েস