লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বেদে নারীকে বিয়ে করায় বাবার ওপর অভিমান করে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল (শনিবার) সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বংশী গ্রাম থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মাহত্যাকারী মাহমুদা আক্তার (১৯) ওই গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে ও হায়দরগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বাবার বিয়ে মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে বলে তিনি চিরকুটে লিখে গেছেন।
পুলিশ জানায়, মাহমুদার বাবা হারুন সম্প্রতি এক বেদে নারীকে বিয়ে করেন। কিন্তু কলেজ পড়ুয়া মেয়েটি বাবার এই বিয়ে মেনে নিতে পারেননি। এতে সন্ধ্যার পর সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এসময় তার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লিখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) এস.আই আলমগীর হোসেন বলেন, বাবার বিয়ে মেনে নিতে পারেনি বলে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে মাহমুদার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। তাতে উল্লেখ ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস