সিরিয়ার হামা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপাণাস্ত্র হামলা চালালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শনিবার (১৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য প্রকাশ করেছে।
সাত বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।
সামরিক সূত্রের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা সানা বলছে, মাসইয়াফ শহরে আমাদের একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সানা জানিয়েছে, শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই তাদের কয়েকটি গুলি করে ধ্বংস করা হয়েছে। যদিও আমাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও তিন যোদ্ধা আহত হয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস