প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০১৯, ২:১৩ অপরাহ্ণ
নীতির প্রশ্ন তুলে আমিনী দৌহিত্রের ছাত্র খেলাফত থেকে পদত্যাগ

মুফতি আমিনী রহ. এর হাতে গড়া ছাত্র সংগঠন 'ইসলামী ছাত্র খেলাফত'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মুফতি আমিনী রহ. এর নাতি হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন মাহদী আজ সাংগঠনিক পদত্যাগ ঘোষণা করেছেন।
আজ (১০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে থেকে নিজ সাক্ষরিত একটি লিখিত পদত্যাগ পত্র পোস্টের মধ্যমে প্রকাশ করে।
উক্ত পোস্টে উল্লেখিত বক্তব্য এবং লিখিত পদত্যাগ পত্রটি নিচে দেওয়া হলো।
[caption id="" align="aligncenter" width="442"]
পদত্যাগ পত্র[/caption]
তিনি বলেন, "ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। আমার ছাত্র রাজনীতির সূচনা যে সংগঠনের হাত ধরে। রাজনীতির অঙ্গনে নীতি আদর্শের যতটুকু শিখেছি তা এখান থেকেই। শুধু শিখতে পারিনি কি করে নীতির বিসর্জন দিতে হয়। বিদায় বেলায় প্রাণপ্রিয় সংগঠনের সকলের প্রতি রইলো ভালবাসা ও শুভকামনা।
সবাই ভাল থাকুক।"
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.