আলজেরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। খবর বিবিসির।
আলজেরিয়ার ক্ষমতায় দীর্ঘদিন থাকার পর গত সপ্তাহে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট আব্দুল আজিজ বৌতেফিকা।
অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আব্দুল কাদের বেনসালাহকে।
বৌতেফিকার পদত্যাগের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিলো। তবে অনেক বিক্ষোভকারী রাতারাতি পরিবর্তন চান।
বেনসালাহ আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।
বেনসালাহ’র নিয়োগ ঘোষণার পরপরই রাজধানী আলজিয়ার্সে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। ৭৭ বছরের অন্তবর্তী প্রেসিডেন্ট ২০ বছর ধরে ক্ষমতায় থাকা বৌতেফিকার খুব কাছের লোক বলে পরিচিত।
আলজেরিয়া বিশ্লেষক জেমস ম্যাকডোগাল জানান, ফেব্রুয়ারিতে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারীরা শুধু বৌতেফিকার পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ ছিলেন না।
তারা পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। তাদের দাবির মধ্যে ছিলো, সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সবাইকে দায়িত্ব ছাড়তে হবে।
আইএ/পাবলিক ভয়েস