সুইজারল্যান্ডের এক কোম্পানি ফিলিপাইন্সের এক জংলি কলার গাছ কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন করছে৷ গোটা বিশ্বে এই ব্র্যান্ডের চাহিদা বাড়ছে৷
আসলে কলা নয়, আবাকা বানানা গাছের তন্তু দিয়ে তৈরি কাপড়, যার নাম বানানাটেক্স৷ সেই তন্তু কলা থেকে নয়, বরং গাছের কাণ্ড থেকে নিষ্কাশন করা হয়৷ কুইস্টিয়ন ব্যাগ প্রস্তুতকারী কোম্পানি বানানাটেক্স সৃষ্টি করেছে৷ সুইজারল্যান্ডের এক পত্রিকা এই সাফল্যের জন্য তাদের একটি ডিজাইন পুরস্কারও দিয়েছে৷
সুইজারল্যান্ডের জুরিখ শহরে কুইস্টিয়ন কোম্পানির সদর দফতর৷ গত কয়েক বছরে কোম্পানির প্রতিষ্ঠাতারা নানা রকম টেকসই উপাদান নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন৷ কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান কেগি বলেন, আমরা সুতি নিয়ে কাজ শুরু করেছিলাম৷
অরগ্যানিক কটন ফ্যাব্রিক তৈরি করতে কয়েক বছর সময় কাটিয়েছিলাম৷ একই সময়ে আমরা লিনেন, হেম্প ও বাঁশ নিয়েও পরীক্ষানিরীক্ষা করেছি৷ এই প্রক্রিয়ায় কলার তন্তুর বিষয়ে জানতে পেরেছিলাম৷ সঙ্গে সঙ্গে তার সম্ভাবনা বুঝে মুগ্ধ হয়ে গিয়েছিলাম৷
অ্যাবাকা ম্যানিলা হেম্প বলেও পরিচিত৷ ফিলিপাইন্সে এই কলাগাছ দেখা যায়৷ ঊনবিংশ শতাব্দী থেকে তা দিয়ে দড়ি ও মাছ ধরার জাল তৈরি করা হচ্ছে৷ কোনো প্লান্টেশন নয়, জঙ্গলে এই বুনো কলার গাছ পাওয়া যায়৷ কোনো সেচ পদ্ধতি, সার বা কীটনাশকের প্রয়োজন হয় না৷ তার তন্তু কাছেই শুকানো হয় এবং পরে কাগজে পরিণত করা হয়৷
ক্রিস্টিয়ান কেগি বলেন‘কলাগাছের তন্তু পাকিয়ে সুতায় পরিণত করে তা বুনলে অত্যন্ত অসম সারফেসের কাপড় তৈরি হয়৷ কিন্তু অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া হিসেবে এই কাগজ তৈরি করলে তা সমান হয়ে যায়৷'
তাইওয়ানে বিশেষ এক বয়ন কেন্দ্রে সেই কাগজ থেকে কাপড় তৈরি হয়৷ সরু করে কাগজ কেটে সুতা তৈরি করে তা বোনা হয়৷ সেই কাপড় চীনে রপ্তানি করে তা দিয়ে থলে তৈরি হয়৷ সেখানকার কাজের পরিবেশ ইইউ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷
ব্যাগের ডিজাইনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভাবনাচিন্তা করা হয়েছে৷ তার স্টাইল বেশ হালকা মেজাজের ও বাস্তবধর্মী৷
গোটা বিশ্বে প্রায় ২০০টি দোকানে এই পণ্য বিক্রি হচ্ছে৷ কলার তন্তু দিয়ে তৈরি ব্যাগের দাম প্রায় ২২০ ইউরোর মতো৷ বর্তমানে মডেলের সংখ্যা সীমিত হলেও আরও ডিজাইন নিয়ে কাজ চলছে৷
কুইস্টিয়ন কোম্পানির আর এক সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান শ্যোনেগার বলেন, ‘এই প্রক্রিয়ার সময় আমরা বুঝতে পারি, যে অনেক কোম্পানি এই পণ্য পরখ করে দেখতে আগ্রহী৷ আসলে এমন চাহিদা দেখে আমরা কিছুটা অবাক হয়েছিলাম৷ বিভিন্ন শিল্পক্ষেত্রে টেকসই উপাদানের প্রয়োজনীয়তার মাত্রাও আমাদের ভাবিয়েছিল৷
আইএ/পাবলিক ভয়েস