হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারীর সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কিছুক্ষণ পূর্বে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। সংবাদ তার ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী’র।
জানা গেছে, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদাসার জ্যেষ্ঠ এই মুহাদ্দিস উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ গত শুক্রবার হঠাৎ করেই অসুস্থ বোধ করেন। এরপর একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় পৌঁছার পর তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
এবং আজ তার চিকিৎিসারত ডাক্তাররা অপারেশনের নির্দেশ দেন।
তার ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী জানান, আল্লামা বাবুনগরী তার পায়ের আঙুলে সংক্রমণ হওয়ায় এর আগেও একবার অপারেশন হয়েছিল। এবার অপারেশন হওয়া সেই বাম পায়ে সার্জারীর মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন করা হবে।
উল্লেখ্য যে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ২০১৩ সালের রিমান্ডে নেয়া হয়েছিল। এরপর তার থেকে পায়ের ব্যথা শুরু হয়। এ নিয়ে বেশ কয়েকবার চিকিৎসা ও অপারেশনও করা হয়।