সাবেক স্বামী আবার বিয়ে করার সময় ফেসবুকে সেই স্ত্রীকে 'ঘোড়া' বলে গালি দেয়ায় দুই বছরের জন্য এক ব্রিটিশ নারীকে দুবাইয়ে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।
সাবেক স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দুবাইয়ে যাওয়ার পর সেখানকার বিমানবন্দর থেকে ৫৫ বছর বয়সী লালেহ শাহরাভেশকে আটক করা হয়।
২০১৬ সালে তার সাবেক স্বামী আবারো বিয়ে করার সময় ফেসবুকে দু'টি ছবিতে কমেন্ট করার জন্য আইনি পদক্ষেপ নেয়া হয় তার বিরুদ্ধে।
শাহরাভেশের ১৪ বছর বয়সী মেয়ে প্যারিস তার মা'কে মুক্তি দেয়ার আর্জি জানিয়ে দুবাইয়ের শাসকের কাছে চিঠি লিখেছেন। চিঠির শেষে তিনি লিখেছেন, আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি। দয়া করে আমার মা'র পাসপোর্ট ফেরত দিন এবং তাকে দেশে ফিরে আসতে দিন
সাবেক স্বামীর সাথে ১৮ বছর ধরে বিবাহিত ছিলেন শাহরাভেশ।
ক্যাম্পেইন গ্রুপ 'ডিটেইন্ড ইন দুবাই'এর তথ্য অনুযায়ী, ঐ সময় আট মাসের জন্য দুবাইয়ে বসবাসও করেন তিনি।
যুক্তরাজ্যে মেয়েকে সাথে নিয়ে ফেরত যাওয়ার পরও তার স্বামী দুবাইয়েই থেকে যান এবং পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
পরে ফেসবুকে ছবি দেখে মিজ শাহারাভেশ জানতে পারেন যে তার স্বামী আবারো বিয়ে করতে যাচ্ছেন।
ছবিতে তিনি ফারসি ভাষায় দু'টি কমেন্ট করেন-তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি আশা করি তুমি মাটির নিচে চলে যাও। এই ঘোড়ার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে।
সংযুক্ত আরব আমিরাতের সাইবার অপরাধ আইনের অধীনে, সামাজিক মাধ্যমে অসম্মানজনক কমেন্ট করার জন্য একজন ব্যক্তিকে জরিমানা করা অথবা কারাদণ্ড দেয়া হতে পারে।
এর পরে শাহরাভেশকে গ্রেফতার করা হলে তার মেয়েকে একাই ফিরে যেতে হয়।
আইএ/পাবলিক ভয়েস