
প্রায় ১৪ বছর পর নতুন কমিটি ঘোষিত হলো বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের। ওলামা দলের আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি করার কথা জানানো হয় দলের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সবশেষ ২০০৫ সালে ওলামা দলের কমিটি করা হয়। তখন আবদুল মালেককে সভাপতি ও শাহ নেছারুলকে সাধারণ সম্পাদক করা হয়।
সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি আবদুল মালেক মৃত্যুবরণ করার পর শুক্রবার এলো নতুন কমিটির ঘোষণা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হককে। সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাওলানা সেলিম রেজাকে।
এছাড়া ৩৩ জন যুগ্ম আহ্বায়ক ও ১৩৬ জন সদস্য নিয়ে সর্বমোট ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এদিকে ওলামা দলের নতুন কমিটির এক নম্বর সদস্য হিসেবে প্রয়াত সভাপতি আবদুল মালেকের নাম থাকায় এ নিয়ে বিতর্ক উঠেছে। তিনি গত ২৬ মার্চ মৃত্যুবরণ করেছে।
তবে নতুন সদস্য সচিব নজরুল ইসলাম এ বিষয়ে ঢাকাটাইমসকে বলেন, ‘আবদুল মালেক ভাই মারা যাওয়ার আগেই কমিটি করে সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়।
তিনি অনুমোদন দেয়ার পর তা প্রকাশ করা হয়েছে। কিন্তু এরমধ্যে তিনি মারা গেছেন। তবে তালিকা গণমাধ্যমে দেয়ার আগে বিষয়টি খেয়াল করা হয়নি। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
আইএ