
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আশপাশে লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। জাতিসংঘ মহাসচিবের তিন দিনের সফর শেষে এসব সংঘাতের খবর পাওয়া গেলো। খবর ভয়েস অফ আমেরিকার।
পূর্বাঞ্চলীয় কমান্ডারদের মনোযোগ এখন রাজধানী ত্রিপোলি ঘিরে। এই কমান্ডার নেতৃত্বে রয়েছেন জেনারেল খলিফা হাফতার।
তার সেনাবাহিনী বর্তমানে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় লিবিয়া নিয়ন্ত্রণ করছে জাতিসংঘ সমর্থিত প্রেসিডেনশিয়াল কাউন্সিল ও প্রধানমন্ত্রী, ফয়েজ আল সেরাজ।
এমতাবস্থায় জেনারেল হাফতারের সেনাবাহিনী ত্রিপোলিতে প্রবেশ করার অর্থ হবে রাজধানীর সুরক্ষায় নিয়োজিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে লিপ্ত হওয়া।
মহাসচিব গুয়েতেরেজ বলেছেন, ‘আমি অত্যন্ত উদ্বেগ ও ভারাক্রান্ত মনে লিবিয়া ত্যাগ করছি।’
আইএ