এই শহরে
ইবরাহিম হাসান হৃদয়
ইট পাথরের এই শহরে
থাকতে লাগে ডর,
কখন জানি মরণ এসে
করবে বুকে ভর।
এই শহরের সড়ক গুলো
নেয় যে কেড়ে প্রাণ,
ঘাতক চালক দিবে পিষে
নেইতো মায়া টান।
এই শহরে কখনো আবার
ভবন পড়ে ধসে,
নিয়ম ছাড়াই তৈরি এসব
লাভের অংক কষে।
এই শহরের বাতাসে জুড়েই
মানুষ পোড়া গন্ধ,
হয়না বিচার কোনো কিছুর
স্বার্থে সবাই অন্ধ।