প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০১৯, ৮:৩২ অপরাহ্ণ
টাইমস বিডি.২৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো অনলাইন নিউজ পোর্টাল টাইমসবিডি. ২৪ ডটকম।
আজ শুক্রবার সকাল ৯টায় ঐতিহাসিক জাতীয় প্রেসক্লাব এর কনফারেন্স লাউঞ্চে টাইমসবিডির সম্পাদক মনসুর আহমদের সভাপতিত্বে এ উদযাপন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীরর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা ‘টাইমসবিডির পথ চলা শুভ হোক’ কামনা করে বলেন, বর্তমান বাংলায় গজে ওঠা নিউজ পোর্টলের অভাব নেই। নেই সাংবাদিকদের কোন স্বল্পতা। তবে অভাব সত্য সংবাদ প্রচারের। টাইমস বিডি২৪ আমাদের স্বপ্ন দেখাচ্ছে। “সময়ের সাথে সত্যের পথে” শ্লোগান নিয়ে এগিয়ে চলছে, দূর্বার গতিতে এগিয়ে যাক। আজ ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমার প্রত্যাশা।
এছাড়াও উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক সমাচারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, বিশিষ্ট লেখক ড. আব্দুল মুনিম খান, ইউএনবির মফস্বল সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, এনডিএম এর দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবু হানিফ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মনসুর আহমদ মুসা, লেখক ফোরামের সভাপতি জহিরুল ইসলাম বাবর সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.