নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারক ক্যামেরন মেন্ডার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী সন্ত্রাসী বেন্টন ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন আজ শুক্রবার । এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে, হামলাকারী সন্ত্রাসী পাগল নাকি স্বাভাবিক। এটা নিশ্চিত হওয়ার পরই তাকে শুনানির জন্য আদালতে নেয়া হবে।বিবিসি।
সকালে সন্ত্রাসী ট্যারান্টকে আদালতে হাজির করা হয়। এরপরই এই হামলাকারী শুনানির জন্য উপযোগী কি না তা নিশ্চিত হতে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন আদালত। এসময় সংক্ষিপ্ত শুনানি হয় এবং তখন ট্যারান্ট কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায় করার সময় মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় স্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট। এতে ৫০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন বাংলাদেশি।
হামলাকারী সন্ত্রাসী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক হিসেবে তুলে ধরে তার মেনিফেস্টোতে লিখেছিলো ’পূনরুজ্জীবিত শ্বেতাঙ্গ পরিচয়ের প্রতীক হিসেবে’ বললে আমি অবশ্যই ট্রাম্পের একজন সমর্থক।
আইএ/পাবলিক ভয়েস