বুধবার মিয়ানামারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী হেলিকপ্টার থেকে রোহিঙ্গার উপর হামলা চালিয়েছে৷ এতে ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন৷ গ্রামবাসী ও এক আইনপ্রণেতার এমন তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ডয়চে ভেলের এক সংবাদে।
ওই সংবাদে বলা হয়, ঘটনাটি ঘটেছে বুথিডাউং নামের একটি পৌরসভা এলাকায়৷ তার কাছেই ছিল রোহিঙ্গাদের এক সময়কার মূল বাসভূমি৷
খবরে আরও বলা হয়েছে, কিন তাউং গ্রামের কমিউনিটি নেতা জাও কির আহমেদ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গতকাল বিকাল চারটায় সামরিক বাহিনীর হামলায় ৫ জন নিহত হয়েছেন৷ যার মধ্যে একজন আমাদের গ্রামের বাসিন্দা ছিলেন৷'এই কারণে গ্রামের মানুষ এখন আর ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না বলেও জানান তিনি
ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস' বা আইসিআরসির একটি দল বুথিডাউং হাসপাতাল পরিদর্শন করেছে৷ সেখানে ১৩ জনকে আহত অবস্থায় চিকিৎসা নিতে দেখেছে তারা৷ এর মধ্যে কয়েকজনের জরুরি ভিত্তিতে সার্জারি করা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান স্টিফেন সাকালিয়ান৷
স্টিফেন সাকালিয়ান বলেন, আইসিআরসি এবং মিয়ানমার রেডক্রস এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷ রোগীদের ঔষধ সরবরাহ, সিত্তয়ে হাসপাতালে স্থানান্তরসহ আমরা আমাদের দিক থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।
রশিদ আহমেদ নামের একজন শ্রমিক রয়টার্সকে ফোনে জানান, সাই দিন উপত্যকায় কাজ করার সময় তার বড় ভাই, চাচা, এবং ভাতিজার উপর গুলি চালানো হয়েছে৷
‘তারা সেখানে কাজ করছিলেন, বাঁশ কেটে তা সংগ্রহ করার সময় তাদের ওপর একটি হেলিকপ্টার হামলা চালায়' বলে জানান তিনি৷ আরও দুই গ্রামবাসীও হেলিকপ্টার থেকে হামলার বিষয়টি নিশ্চিত করেন৷
হামলার পর আহত কয়েকজনকে বুথিডাউং শহরে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের কয়েকজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মং কিয়াও জান নামের এক আইনপ্রণেতা ৷ ৫টি মরদেহ উদ্ধারের কথাও জানান তিনি৷
ডয়চে ভেলে বার্তা সংস্থা রায়র্টসের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র৷ মেজর জেনারেল তুন তুন নাই বলেছেন সেনাবাহিনী সময়মতো এই ঘটনার ‘সত্য খবর' প্রকাশ করবে৷
গত ডিসেম্বরের পর থেকে ১৭,০০০ মানুষ রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতায় বাস্তুচ্যূত হয়েছেন৷ গত মঙ্গলবার এক বিবৃতিতে সেখানে মানবিক সহযোগিতা দেওয়ার অনুমতি দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আইএ/পাবলিক ভয়েস