পশ্চিমবঙ্গে আজ নরেন্দ্র মোদির দুটি নির্বাচনী সভার জবাবে দ্বিমুখী আক্রমণ করেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর পূর্ব ভারতে আজ খুবই ব্যস্ত দিন কেটেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। দিনের শুরুতে নাগাল্যান্ডের ডিমাপুরে একমাত্র লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভা সেরেই তিনটি নির্বাচনী সভায় যোগদান করতে তিনি চলে যান আসামে।
প্রতিটি সভায় তিনি বলেন, মোদিবাবু বড় লোকদের হয়ে চৌকিদারি করেন, গরিবের টাকা নিয়ে বড়লোকের পকেট ভরান আর অনবরত মিথ্যে কথা বলে যান। কংগ্রেস ক্ষমতায় এলে ঠিক এর উল্টোটা হবে। আমরা বড়লোকের কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দেব।
আজকেই মোদি শিলিগুড়িতে সভা করে কলকাতা যাওয়ার পরে উত্তরবঙ্গে কোচবিহারের দিনহাটায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনিও বলেন, বিজেপি-র টাকা এতো বেশি যে অতো টাকা কী ভাবে খরচ করবে ভেবে পায় না। তাই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদিবাবু সভা করছেন দামি অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি হ্যাঙ্গার বানিয়ে। তেইশে মে'র পরে ভোটের ফল বেরোলে ওই হ্যাঙ্গারের মধ্যে ঢুকেই পিঠ বাঁচাতে হবে। সূত্র: ভয়েস অফ আমেরিকা।
আইএ