
স্থানীয় প্রশাসন ১৫ দিনের জন্য তুরস্কের পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে।রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে অনিয়ম হয়েছে বলে দেশটির কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) দাবি করার পর সৃষ্ট উত্তেজনা কমাতে জারি করা হয়েছে এই জরুরি অবস্থা। স্থানীয় নিউজ সাইট টি টোয়েন্টিফোর এর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আহভাল।
মুশে এইচডিপির মেয়র প্রার্থী সিরি সাকিকের টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, শহরটিতে বিশেষ তুর্কি বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে মুশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, উত্তেজনাকর কার্যক্রম এড়াতে একটি বা সব শহরে সমাবেশ নিষিদ্ধ করা হতে পারে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে এইচডিপির চেয়ে ৫৩৮টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি)।
বামপন্থি গণমাধ্যম এভরেনসেল জানায়, এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে এইচডিপি।
প্রসঙ্গত, তুর্কি সরকার ২০১৬ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের পর থেকে এই প্রদেশের পৌরসভাগুলো তদারকির জন্য কায়িম নামের একটি বিশেষ পদে একজনকে নিযুক্ত করা হয়।
আইএ