চট্টগ্রামের ঐতিহ্যবাহী আজিজুল উলুম বাবুনগর মাদরাসার শায়খুল হাদীস প্রবীণ আলেম মাওলানা ইউনূস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ ৩ মার্চ বুধবার এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, শায়খুল আরব ওয়াল আজম সায়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর শাগেরদ, চট্টলার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা ইউনূস রহ. এর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত৷
“মাওলানা ইউনূস রহ.একজন উঁচু মাপের আলেম ও বুযুর্গ ব্যক্তি ছিলেন দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন তিনি বাবুনগর মাদরাসায় সুনামের সহিত হাদীসে রাসুলের পাঠদান করছেন তিনি ছিলেন বাবুনগর মাদ্রাসার একটি স্তম্ভ,শত প্রতিকূলতার মাঝে ও আকড়ে ছিলেন মাদ্রাসার সাথে।তিনি ছিলেন হাজার হাজার আলেমের উস্তাদ।তার সাথে আমার গভীর সম্পর্ক ছিলো তিনি আমাকে খুব স্নেহ করতেন।আমি মনে করি তার ইন্তেকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে৷ চট্টগ্রামবাসী ও বাবুনগর মাদ্রাসা হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে৷ তাঁর ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন,তার পরিবারবর্গকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন, আমিন।
আরও পড়ুন : শায়খুল হাদীস মাওলানা ইউনুসের ইন্তেকাল