নাজমুল হাসান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধের দাবিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে র্যালি বের করা হয়।
এ সময় বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনসভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, র্যাগিং আসলে একধরনের পরিচিতি পর্ব তবে বর্তমানে র্যাগিং এর নামে যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় সেটা খুবই দুঃখজনক বিষয়। আর র্যাগিংয়ের নামে কাউকে নির্যাতন করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে।
এ ব্যাপারে ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের হাবিবুর নামের এক শিক্ষার্থী বলেন, র্যাগিং বলতে আমরা পরিচিত হওয়াকে বুঝি, কিন্তু বর্তমানে র্যাগিং এর নামে যা হচ্ছে তা অমানবিক। নতুনদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়। যেটা সম্পূর্ণ অনুচিৎ।
ইসলামী ইতিহাস বিভাগের শিক্ষর্থী পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপেই র্যাগিং এর শিকার হলে অনেক শিক্ষার্থী ডিপ্রেশনে চলে যায়। যা শিক্ষার্থীদের জীবনে বড় অভিশাপ এবং ঝুুঁকি হতে পারে।
পুর্বাশা নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমে নবীনরা অভ্যর্থনার বদলে একরকম হেনস্থার শিকার হয়। নতুন জায়গায় বড়দের কাছে এরকম আচরণে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই এর প্রতিকার এখন সময়ের দাবি।
আইএ/পাবলিক ভয়েস