
রাজধানীর নিকুঞ্জ এলাকায় প্রাইভেটকার চলন্ত অবস্থায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে। আগুন লাগার পরপরই গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। কেউ হতাহত হয়নি।
জিআরএস/পাবলিক ভয়েস